তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগান মিসরের সেনা সরকারের সমালোচনা করে বলেছেন, মোহাম্মদ মুরসি এখনো দেশটির বৈধ প্রেসিডেন্ট। মুরসির অপসারণের তীব্র সমালোচনা করে তিনি বলেন, মুরসিকে অপসারণের ঘটনাটি হচ্ছে একটি সামরিক অভ্যুত্থান।
এ সমালোচনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুরসির প্রতি সমর্থন এবং মিসরের বর্তমান সরকার নিয়ে তুর্কি প্রধানমন্ত্রীর এ সমালোচনা দু’দেশের সম্পর্কের অবনতি ঘটাতে পারে। উল্লেখ্য, মুরসির অপসারণের পর থেকেই তুরস্ক-মিসরের মধ্যকার সম্পর্কে উত্তেজনা বজায় রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।