আমাদের কথা খুঁজে নিন

   

আধাঁর



রাতটা কি আজ শিশির ভেজা? বাতাস যে তার গন্ধ আনে আকাশে কি চাদঁ উঠেছে দেখছ কি আজ তারি পানে বাগানে কি ফুল ফুটেছে সুবাস যে তার মাতাল করা ফুল দেখতে কেমন লাগে স্পশ যে তার স্নিগ্ধ ভরা সমীরনের হালকা ছোয়াঁ বোধ দিয়ে যায় অনেক কিছুর দেখতে তারে কেমন লাগে ভাবনা আসে পিছুপিছু কোথায় যেন ডাকছে ঝিঁঝিঁ ঝিঁঝিঁ বড্ড ভালবাসি আমার মতই অন্ধকারে থেকে করে ডাকাডাকি তোমার হাতের স্পশ পেয়ে যেমন আমি তোমায় বুঝি মনের মাঝে আকাঁ যেমন তুমি কি গো ঠিক তেমনই অন্ধকারে বসত আমার তাইতো শুধু আলো খুজিঁ আলোর রেখা খুজতে গিয়ে আবার অন্ধকারেই ঢাকি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।