আমাদের কথা খুঁজে নিন

   

আধাঁর বেলা

হয়তো কিছু নাহি পাবো..

একটি সুন্দর সকালের অপেক্ষায় ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছিলাম ক্ষয়িষ্ণু প্রহর বিষাদের কাব্য রচনায় ব্যস্ত তখন যোগসূত্রে বেঁধে চলেছিল জীবনের বিয়োগান্তক অধ্যায় আমি নীরবে অপেক্ষায় কাল অতিক্রমণে বিষন্ন এই অমানিশার পরে কখন গাঢ় নীলিমায় ছুঁয়ে যাবে একটি সুন্দর সকাল ভাঙ্গন ছাপিয়ে পূর্ণতার আবেগে না হয় হবে তখন অবগাহন আধাঁর বেলায় গড়া এই অন্ধত্বের নির্বাসন মিলবে নতুন কিরণে উদয় হবে একটি সুন্দর সকাল কিন্তু আমাকে আশাহত করে নিষ্প্রাণ তিমির তবুও জেগে ছিল জেগে আছে শুধু মাঝে মাঝে কেঁপে ওঠে ক্ষণ মহাকালের নিষ্ঠুর কৌ্তুকে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।