আমাদের কথা খুঁজে নিন

   

আধাঁর জীবনের গল্প

জীবন একটাই তাই সে জীবনটা ভালভাবে সাজাতে পারিনি। হতে পারিনি একজন ভাল স্বামী বা একজন ভাল পিতা। সব থাকতেও জেন কিছুই নেই। আমার জীবনটা এক অন্ধকারাচ্ছন্ন চিপা গলির মতো। প্রবেশ মুখ সরু, ভেতরে নিভির অন্ধকার।

গলির ভিতরে যেন নিজেকে হারিয়ে নিজেই আবার নিজেকে খুজে ফিরি। একটা সময় ছিল যখন ভাবতাম আমার জীবনটা অতিশয় সুন্দর আর স্বাচ্ছন্দময় হবে। উপরি ভাগে তাই আছি, শুধু ভিতরে ভিতরে এক শংকা কাজ করে। মনে হয় আমি এভাবে না চলে অন্য ভাবে চললে আমার জীবন টা এমন হতো না। জীবন টাকে আমি অনেক অবহেলা করেছি, তাই কি আজ জীবনের প্রতি আমার এই হাহাকার? -----------------চলবে।

। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।