আমাদের কথা খুঁজে নিন

   

আমি ও আমার আধাঁর

অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব'
নিভুনিভু নিয়ন আলোকে প্লাবিত করে অস্ফুট গোলাপের সুঘ্রাণে ঝুলে আছে নিস্তব্ধ অন্ধকার, নিস্প্রান আঙ্গিনায় থকথকে ক্লেদাচ্ছন্ন আমার প্রতিচ্ছবি, ক্রমে নিভে আসা জোনাকির ঝাঁক খুলে ফেলে বিলাসী পাপের অবগুন্ঠন, কালের অদৃশ্য চক্র বাজে শব্দহীন । সূর্য ভয়ে অশ্বত্থের ডালে এক যুগ ধরে লুকিয়ে থাকা নিঃসঙ্গ প্যাঁচা শ্যাওলা পড়া আধাঁরের জলসায় আড়মোড়া ভেঙ্গে সামিল হয় অনড় অভিমানে, নক্ষত্রের দিকে ছুড়ে দেয় অখন্ড ঘৃণা, আমি ও আমার নিশ্চল ছায়ার আজন্ম নিষাদে জ্বলে না মঙ্গলদীপ । প্রলম্বিত হয় রাতের প্রহর আধাঁরের রংয়ে, অলিখিত সংবিধানের দ্রাঘিমা পেরিয়ে ইতিহাসের শ্মশান জাগে বিষ পিঁপড়ের ঢিবিতে নিশ্চল রাতের নীচে আখের চিনির খোজে ব্যস্ত হয় সারিবদ্ধ পিপড়া, তিমিরের তটে কালচে রক্তের দাগ অথবা ফরমিক বিষ, পোড়ে অক্টেন, গ্লাসের অতলে শেষ আশ্রয়ে জমে ফোঁটা ফোঁটা মদ, আমার নৈশব্দের শিরায় শিরায় প্রবাহিত হয় তিক্ত রুধির। স্বপ্ন প্লাবিত আঙ্গিনায় ভিড় করে নদী সাতরে পাড়ে ভেড়া একদল সফল ইঁদুর, আর আমি, অধোগত স্মৃতির গোল্ডফিসের মত ঘুরতে থাকি একই চক্রাকার পথে, জেগে উঠে সিন্দুকের সাজিয়ে রাখা আমার পূর্বপুরুষের প্রেতগুলো, যুদ্ধের উৎসবে আকাশ ঝরায় কালো রোদ । আধারের ব্লাংকেটে মোড়ানো নিরবতায় প্রিয়তম কালপুরুষকে ছুঁয়ে যায় চাঁদ, ঘূর্ণায়মান কাঁটার অনুক্রম স্বগতোক্তির প্রকৌশলে উর্ধ্বপাতিত হয় গনিকার ভালবাসা, সর্পিলা ছায়াপথের বুক পকেটে আকাশের অতন্দ্র প্রহরী পরাজিত হয় সুর্যের শঠতায় , আমার শরীর ফুঁড়ে জেগে ওঠে ভোরের কংকাল ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।