আমাদের কথা খুঁজে নিন

   

আধাঁর শ্রাবন

সে গেছে আড়ালে চলে অকূল ভূবন আধাঁর শ্রাবনে জলের কণা শিশির হয়ে জমে আছে এ মনের অরণ্যে । মাঝে মাঝে রাত নামে নিরবতার খন্ড মিছিল হয়ে একলা মনের ভাবনা গুলো ফিরে আসে দুঃখ হয়ে । যায় ফিরে যায় আধাঁর রাত্রি সেই পুরনো আমায় ফেলে ভোর হয়ে যায় আলোক বেলায় আমি রই সেই মিছিলে । সে গেছে আড়ালে চলে একলা আমায় শূন্য করে রাঙ্গা সকালে শিশির ঝরে শূন্য মন বড়ায় তার প্রতিক্ষারে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।