পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম
আর চাঁদ নয়
চাঁদের ধুঁয়া ধুঁয়া আলোর খেলা নয়
নয় তারাদের ফুলের মেলা
এখন সূর্যের রক্তিম আভায়
জেগে উঠি আমি
প্রতিদিন আমার জীবন আমাকে
নতুন একটি শিক্ষা দেয়
প্রতিদিন আমি জীবনটা কে
নতুন করে জানতে শিখি ।
আমার কাছে সবই আছে
আকাশ সূর্য চাঁদ তারা সবই
এখন আমার মনের ভিতর খেলা করে,
তবু মনের আঁধারের কাছে
সবি যেনো হার মেনেছে ।
আমি এখন সব করতে পারি
শুধু এখন আর
বিশ্বাস আমাকে ছুঁয়ে যেতে পারেনা,
অবিশ্বাসের আঁধারে
আমার সব আলো মূল্যহীন হয়ে পরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।