আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল
সবুজ অরণ্যের কাছে শরীর বিলিয়ে দিয়ে
সবুজ টিয়ে হয়ে যাই
ফড়িং-এর মতো ওড়াওড়ি
সেও ভালো
তবু তো এখনো সবুজ আছে গ্রীষ্মের অমানিশা কিংবা
শীতের ঘন কুয়াশায়
মানুষ কবে মানুষ কে চিনেছে
বুঝেছে !
সর্বস্ব উজাড় করে দিয়েও
কে কতোটা পেয়েছে !
আমিও তো মানুষ
ক’জন কে কাছে টেনে নিয়ে বলতে পেরেছি সবুজের মতো
পথিক এখানে জিরিয়ে নাও
টিয়ে ডানা হাওয়া দেবে
বরং কবর হয়ে গেছে অরণ্য আমার
কংক্রিটের বিলাসিতায়
প্রকৃ্তি ধর্ষিত হয়েছে বহুবার
হয়েই যাচ্ছে
আমারই মতো অনেক নারীর
রক্ত ঝরে আমার গোপন যন্ত্রণায়
ভয়ে কুঁকড়ে থাকি
যদি বিলুপ্ত ডাইনোসরের মতো
জীবন্ত ফসিল হয়ে যায় সবুজের দল
আমি কার বুকে যাবো !
ইতারব্যাক,ব্রাশেলস,বেলজিয়াম
২৯ জানুয়ারী, ২০১১ ইং
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।