nh@nhasive.com
বেসিস সফটএক্সপো ২০১১-এ `ওপেন সোর্স, ওপেন অপরচুনিটি – উন্মুক্ত উৎস, অপার সম্ভাবনা’ শীর্ষক এক মুক্ত সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। সেমিনারে অংশ নেবেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, তথ্যপ্রযুক্তিবিদ ফকরুজ্জামান, শাহাদত খান, জাকারিয়া চৌধুরী, আল-মামুন, মাহে আলম খান, সালাউদ্দিন পাশা, নাসির খান, বিডিএক্সপ্যাটসের সুমন জাহান সহ অনেকে। মুক্ত সেমিনারে ওপেন সোর্স দর্শনের বিভিন্ন দিক এবং এর মাধ্যমে নিজের উন্নতির বিভিন্ন সুযোগ সম্পর্কে আলোচনা করা হবে। আগামীকাল ৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সেমিনার অনুষ্ঠিত হবে। সফটওয়্যার দিয়ে নতুন করে শুরু হলেও মুক্ত দর্শনের ভিত্তি অনেক পুরোনো্।
এ হলো ছড়িয়ে দেওয়ার, সবার জন্য – দর্শন। আরবীয় পণ্ডিতরা আলেকজান্দ্রিয়ার পুথি হাতে কপি করেছেন বলে সেগুলো ইউরোপে আসতে পেরেছিল। এ দর্শনের মূল মন্ত্র হলো সহযোগিতা – শেয়ারিং। জনগণের জন্য, জনগণের সম্মিলিত উদ্যোগে সভ্যতার বিকাশ। প্রোগ্রামিং দক্ষতা থেকে আত্মীকরণ, গেম বানানো হয়ে ফ্রিল্যান্সিং পার হয়ে নতুন কোম্পানি বানানোর বিষয় পর্যন্ত আলোচনা করা হবে সেমিনারে।
সেমিনারটি সবার জন্য উন্মুক্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।