আমাদের কথা খুঁজে নিন

   

বেসিস মেলা, বিডিওএসএনের স্টল ও আমার বক্তৃতা(?)

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

গতকাল ১০ ফেব্রুয়ারি দিনভর বেসিস মেলায় কাটিয়েছি। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম মূলত আমাদের আইটি ব্যবসায়ীদের দাবী-দাওয়া বা আশা আকাঙ্খার কথা শোনার জন্য। মোটামুটিভাবে দাবী দাওয়াগুলো হলো— ক. আইসিটি ইনকিউবেটরকে এসটিপি করা হোক এবং পুরো ভবনে এটি সম্প্রসারণ করা হোক, খ. এক্সেস টু ফাইন্যান্স এর ব্যাপারে কিছু করনীয় আছে কীনা থাকলে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া, এফবিবিসিআই এর সভাপতি বললেন ইইএফ ফান্ড থেকে এখনো সেরকম কোন টাকা পয়সা দেওয়া হয়নি কাউকে। গ. সরকারকে সফটওয়্যার কিনতে হবে।

যতো সম্ভব সরকারী অফিস আদালতকে কম্পিউটারায়ন করতে হবে ঘ. ব্যাংক থেকে ঋণ পাওয়াটা সহজ করতে হবে=== আমি ভেবেছিলাম ওনারা কিছু আউটসোসিং এর ব্যাপারে বলবেন। আমাদের বিরাট একটা জনগোষ্ঠি তৈরি হচ্ছে যাদেরকে আমরা আউটসোর্সিং এর জন্য নিয়োজিত করতে পারি। সেখানে আমাদের দুইটি বিষয় দরকার – প্রশিক্ষণ এবং কাজ পাওয়া। কাজ পেতে হলে অন্য দেশের লোকদের জানতে হবে বাংলাদেশ একটি বিকল্প। সেটির জন্য আলাদাভাবে কিছু করা উচিৎ কীনা।

যাগগে, মেলায় ২০/২২টি সেমিনার হবে। সেখানে হয়তো সেগুলো আলাপ হবে। নতুন কোন চিন্তা, পরামর্শ পাওয়া যাবে। মেলায় বিডিওএসএন বিগত কয়েক বছরের মতো এবারও আমাদের, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের একটি স্টল আছে সেখানে। বিভিন্ন ধরণের ওপেন সোর্স পন্য ও মেসেজ নিয়ে আমাদের স্বোচ্ছাসেবকরা সেখানে হাজির থাকছেন।

আমাদের স্টলে আছে- ১. ভাইরাস মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু-এর সর্বশেষ সংস্করণ এবং এর সহায়িকা ২. অফিস প্যাকেজ ওপেন অফিসের সিডি ও সহায়িকা ৩. আমাদের নিজস্ব এডুকেশন ডিস্ক ৪. বিভিন্ন প্রকাশনা মেলা উপলক্ষ্যে আমরা প্রকাশ করেছি স্বাধীন ভাবে আউটসোর্সিং করার একটি সহায়িকা। দেশে ফ্রিল্যান্স আউটসোর্সিং এর প্রথম সারির যোদ্ধা মো: জাকারিয়া চৌধুরী এই সহায়িকাটি লিখেছেন। ১০ টাকা বিনিময় মূল্য দিয়ে এটি সংগ্রহ করা যাবে। পাশাপাশি জাফর স্যার আর আমার লেখা আমাদের ইশতেহার = আমরা কেন ওপেন সোর্সের পক্ষে সেখানে আছে। আমাদের স্টলে থাকেন আমাদের সাপোর্ট ভলান্টিয়ার, যারা চেষ্টা করছেন বিভিন্ন সমস্যার সমাধান করতে।

মেলার ৫দিন আমরা ৫টি বিষয়কে উপজীব্য করবো - এ হলো ১. উবুন্টু ২. ফ্রিল্যান্স আউটসোর্সিং ৩. ফায়ারফক্স ৪. ওপেন অফিস ৫. জুমলা বিডিওএসএনের সঙ্গে যোগ দিতে আগ্রহীরাও সরাসরি সেখানে জানতে পারবেন কীভাবে আমাদের সঙ্গে যোগ দেওয়া যায়। মেলায় ঢোকার পরপরই হাতের ডানে আমাদের স্টল। সফটএক্সপো ২০১০ এ বিডিওএসএন-এর স্টলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং আমার সেমিনার মেলার প্রথম দিন আমি একটি প্রবন্ধ পড়েছি, নতুন ব্যবসা সম্ভাবনা নিয়ে। উপস্থাপনাটি এখানে দেখা যাবে।

বাংলালিংক-এর বিজ্ঞাপন চিত্র ফকরুদ্দিন বাবুর্চির ভিডিওটা দেখিয়ে বলতে চেয়েছি স্টেজ রেডি তবে তারাই জিতবে যারা ব্যবসটা খুজে পাবে! সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.