বেসিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সাক্ষাতে বেসিস সভাপতি আগামী মার্চ মাসে ডেনমার্ক ও নরওয়েতে বেসিসের উদ্যোগে অনুষ্ঠেয় ‘ইউরোপ-বাংলাদেশ টেকনোলজি সামিট’ এবং মে মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট’ বিষয়ে সচিবকে অবহিত করেন।
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে জাপানি উদ্যোক্তাদের উৎসাহিত করতে টোকিওতে সম্প্রতি আয়োজিত ‘বাংলাদেশ নেক্সট’ আয়োজনে সহায়তার জন্য পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট সকলকে বেসিস সভাপতি ধন্যবাদ জানান।
বেসিসের উদ্যোগে আন্তর্জাতিক পর্যায়ে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে বেসিস সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। এ সময় বেসিস-এর মহাসচিব রাসেল টি আহমেদ উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।