আমাদের কথা খুঁজে নিন

   

বেসিস আওয়ার অব কোড

কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত শুক্রবার বেসিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো 'বেসিস আওয়ার অব কোড'। এক ঘণ্টার এ প্রোগ্রামিংয়ে অংশ নেয় শিক্ষার্থীসহ শতাধিক ব্যক্তি। অনুষ্ঠানে শুরুতে বেসিস ইনস্টিটিউট অব টেকনোলোজি অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইটিএম) প্রশিক্ষকরা উপস্থিত অংশগ্রহণকারীদের কোডিং সম্পর্কে ধারণা দেন। প্রোগ্রামিংয়ের জন্য অপরিহার্য অনুষঙ্গ কোডিং কীভাবে সহজে লেখা যায়, সে সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়ার পাশাপাশি কোডিং লিখতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়। ঘণ্টাব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসিসের সাবেক সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদ, বেসিস আওয়ার অব কোড এবং কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহের আহ্বায়ক শাহ্ ইমরাউল কায়ীশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক ফখরুজ জামান, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সাবেক সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন প্রমুখ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইটিএম) যৌথ উদ্যোগে এই আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয় বাংলাদেশ আইটি জার্নালিস্ট ফোরাম। বাংলাদেশে এবারই প্রথম বেসিস সপ্তাহব্যাপী এ আয়োজনে শিক্ষা-প্রতিষ্ঠানসহ আগ্রহী ব্যক্তিদের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। সপ্তাহব্যাপী এ আয়োজন চলবে আজ ১৫ ডিসেম্বর পর্যন্ত। * ইনফোটেক ডেস্ক

 

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.