আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামের রাস্তায় ভিক্ষা না করার প্রতিশ্রুতি ভিক্ষুকদের

আমি ভব ঘুরেঈ হবো এটাই আমার এ্যম্বিশান.....
ভিক্ষার হাত পেতে দেশকে কলংকিত করব না। দেশের ১৬ কোটি মানুষের সম্মান রক্ষার্থে চট্টগ্রামের রাস্তায় আর ভিক্ষা করব না। বুধবার সকালে চট্টগ্রাম সিটি মেয়র মনজুর আলম মনজুর সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে ভিক্ষুক সমিতির নেতারা এ ওয়াদা করেন। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চট্টগ্রামকে ভিক্ষুকমুক্ত করার উদ্যোগ গ্রহণ করে সিটি কর্পোরেশন। এ নিয়ে ভিক্ষুকদের সাথে মতবিনিময় করার পরিকল্পনা করা হয়।

সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে মেয়রের সাথে প্রতিবন্ধী ভিক্ষুকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী ভিক্ষুক সমিতির সভাপতি নুর মোহাম্মদ। মতবিনিময় সভায় ভিক্ষুক সমিতির নেতারা বলেন, আমরা বিশ্বকাপ উপলক্ষে ভিক্ষাবৃত্তি বন্ধ করে দেশের সুনাম পৃথিবীর সকল দেশে ছড়িয়ে দিতে চাই। তারা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আমাদের ঘরের মানুষ। তিনি নির্বাচনের আগে আমাদের পুনর্বাসনের ওয়াদা করেছিলেন।

এজন্য তিনি আমাদের সাথে মতবিনিময় করছেন, এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের। মেয়র মনজুর আলম বলেন, আমরা এক সময় গরীব দেশ ছিলাম। বর্তমানে ধীরে ধীরে ধনী দেশে পরিণত হতে যাচ্ছি। তিনি প্রতিবন্ধী ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ সফলের জন্য ভিক্ষুকদের সহযোগিতার আহবান করেন। এ সময় সিটি কর্পোরেশন প্রধান নির্বাহি মনজুর ই-এলাহি, ভিক্ষুক সমিতির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেনসহ কয়েকশ প্রতিবন্ধী ভিক্ষুক উপস্থিত ছিলে link
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.