www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি"
"মৃত্যু"
মানুষের জীবেনর সবচে বড় সত্যটির নাম...
কিন্তু মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার স্বাদ কতটা ভয়াবহ হতে পারে তা আমাদের জানা নেই অনেকেরই...
সে রকম একটি ঘটনাই শেয়ার করছি....
মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ব্যবসায়ী করিম যা বললেন:
"দীর্ঘ ৫৩ ঘণ্টা পর আমার চোখের বাঁধন খুলে দেওয়া হয়। রাতের অন্ধকারে কষ্ট হচ্ছিল দেখতে। এরপরও বুঝতে পারি আমাকে একটি খোলা বড় মাঠে নিয়ে আসা হয়েছে। সাদা পোশাকের পুলিশের একজন সদস্য আমাকে দোয়া দরুদ ও কলেমা পড়তে বলেন। প্রিয় মানুষের কথা জানতে চাইলে আমি আমার মায়ের কথা বলেছি তাদের।
আমি যখন বুঝতে পারছি, আমাকে মেরে ফেলা হচ্ছে, তখন তাদের পায়ে ধরি। প্রাণভিক্ষার জন্য আকুতি-মিনতি করি। কোনো লাভ হয়নি। হঠাৎ কয়েকজন মাঠের ভেতর ছোটাছুটি করতে থাকে। ডাকাত ডাকাত বলে চিৎকার আর ফাঁকা গুলি করছিল।
আমি আল্লাহকে ডাকছিলাম। এ সময় দুই জন আমার দুই হাত দুই দিকে টেনে ধরেন। আর একজন ডান পায়ে অস্ত্র ঠেকিয়ে পর পর দুটি গুলি করে। আমি তখন কলেমা পড়ছিলাম। ওই অবস্থাতেই জ্ঞান হারিয়ে ফেলি।
পরে পোশাকধারী পুলিশের গাড়িতে নিজেকে দেখতে পাই। "
সদরঘাটের ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল করিম (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের ১১ নম্বর বিছানায় শুয়ে এভাবেই ভাবেন সেই দুঃর্বিষহ স্মৃতি আর মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার ঘটনাটি.... গতকাল ভোরে গেণ্ডারিয়া থানা পুলিশ তাকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করে।
এভাবেই হয়তো আরো একটি বিচার বর্হিভূত হত্যাকান্ডের শিকার হতেন করিম..আর অজানায়ই থেকে যাবে আরো কতো করিমের অন্তর্ধান!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।