বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যৌথ বাহিনী রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। যেখানে সেখানে লাশ পাওয়া যাচ্ছে। তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের ধরে নিয়ে হত্যা করা হচ্ছে। বিনা বিচারে নেতাকর্মীদের হত্যা করে ক্রসফায়ারের নাটক সাজানো হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের কোন মানুষ নিরাপদে থাকতে পারবে না।
আজ সোমবার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আজ সাতক্ষীরার তালা উপজেলায় ক্রসফায়ারে নিহত ছাত্রদল নেতা আজহারুল ইসলামের প্রসঙ্গ এনে ফখরুল বলেন, তাকে বিনা কারণে হত্যা করা হয়েছে। কিছুদিন আগে তার বাবা মারা গেছেন। তার একটি সন্তান রয়েছে যার বয়স মাত্র ১৫ দিন।
ফখরুল দাবি করেন, ক্রসফায়ারের নামে যা হচ্ছে তার প্রকৃত ঘটনা সংবাদ মাধ্যমে সঠিকভাবে আসছে না।
তিনি বলেন, জানি না কি কারণে এ বিষয়টি গণমাধ্যম গুরুত্ব দিচ্ছে না। এই ঘটনাগুলো তুলে ধরা দরকার। কারণ এটি বিএনপির জন্য নয়। মানুষের নিরাপত্তা ও গণতন্ত্রেরর জন্য মিডিয়ার সোচ্চার হওয়া উচিত।
যৌথসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।