আমাদের কথা খুঁজে নিন

   

নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ ২১ মার্কিন দূতাবাস ও কনস্যুলেট

দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশ, আফগানিস্তান, জর্ডান, সৌদি আরব, সংযুক্তআরব আমিরাত, আলজেরিয়া, ইরাক, কাতার, কুয়েত, লিবিয়া, ওমান, মিশর, সুদান, বাহরাইন, ইয়েমেন, মৌরিতানিয়া ও জিবুতি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবারই দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখা হবে বলে ঘোষণা দিয়েছিল। একইসঙ্গে আল-কায়েদা ও এর সহযোগীদের হামলার আশঙ্কার কথা জানিয়ে বিশ্বব্যাপী ভ্রমণসতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। অগাস্টের শেষ দিন পর্যন্ত এ সতর্কতা জারি থাকবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় আল কায়েদার হামলার আশঙ্কা সবচেয়ে বেশি।

গত সপ্তাহে দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত জানানোর পর পররাষ্ট্রদপ্তর অন্যান্য দিনগুলোতেও দূতাবাস বন্ধ রাখা হতে পারে বলে জানায়।
রোববার ৪ অগাস্ট যেসব দূতাবাস ও কনস্যুলেট সাধারণভাবে খোলা থাকার কথা ছিল, সেগুলো বন্ধ রাখার নির্দেশ রয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
মধ্যপ্রাচ্য ও বিভিন্ন মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ওপর আল কায়দার হামলা পরিকল্পনার গোয়েন্দা তথ্যের কারণেই দূতাবাস বন্ধের এই সিদ্ধান্ত।
রোজার মাসের কারণে জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে বলে জানান নাম প্রকাশে এক মার্কিন কর্মকর্তা।


যুক্তরাজ্যসহ কয়েকটি ইউরোপীয় দেশও ইয়েমেনে তাদের দূতাবাস বন্ধ রেখেছে। ইয়েমেনে দূতাবাস মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রদপ্তর।
পররাষ্ট্রদপ্তরের ওয়েবসেইটে ইয়েমেনে ভ্রমণ না করার জন্য নাগরিকদের সতর্ক করা হয়েছে এবং ব্রিটিশ নাগরিকদেরে ইয়েমেন ছাড়তে বলা হয়েছে।
ইয়েমেনে সন্ত্রাসের ঝুঁকি অনেক বেশি এবং বিশেষ হুমকির কারণেই দূতাবাস বন্ধ রাখা হয়েছে বলে জানানো হয়েছে ওয়েবসাইটে। এছাড়া, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ব্রিটিশ দূতাবাসকেও বাড়তি ঝুঁকির ব্যাপারে সতর্ক করা হয়েছে।


নিরাপত্তায় ঝুঁকির বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টারা শনিবার হোয়াইট হাউসে বৈঠক করেছে। কি ধরনের হুমকি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু না জানিয়ে হোয়াইট হাউস জানায়, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, প্রতিরক্ষামন্ত্রঅ চাক হেগেল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইসসহ শীর্ষ কর্মকর্তারা শনিবার বৈঠক করেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.