আমার ছোট্ট ছেলেকে নিয়ে এক আত্মীয়র বেড়াতে যাই কিছু দিন আগে। মেরুল বাড্ডার বৈাদ্ধ বিহারের পাশে একটি পাচঁ তলা ভবন। সিঁড়িতে কোন প্রকার রেলিং নেই। আমার ছেলে বার বার ভয়ে আমাকে জরিয়ে ধরছিল। তখন আমার বার বার মনে হচ্ছিল, নির্মান নিরাপত্তা আইন থাকা দরকার।
বাড়ির মালিক চাইলেই এভাবে সিঁড়ি অরক্ষিত রেখে দিতে পারেন না। কারন সিঁড়িটি কেবল তার ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়।
এমনিভাবে প্রায়ই আমরা কোন প্রকার নিরাপত্তা বেষ্টনি ছাড়া ছাদ দেখি এবং ওই সব ছাদে ঝুকি নিয়ে শিশুদের খেলতেও দেখি। বহুতল ভবনে শ্রমিকদের রশিতে ঝুলে ঝুলে রং করতে দেখি। নিজেদের জীবনকে রাঙ্গাতে গিয়ে বিত্তবানরা অন্যের জীবনকে কতটা ঝুকিতে ফেলছেন।
নির্মান নিরাপত্তা আইন চাই। পৃথিবীর সব সভ্য দেশেই আছে। আমাদের থাকবেনা কেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।