সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
নিয়মে থাকার জন্য ছোটবেলায় কতই না কানমলা, বেতের বাড়ি আর চড় থাপ্পর খেয়েছি তার অন্ত নাই। নিয়ম মেনে চলা, নিয়ম মেনে বলা। নিয়মে খাওয়া, নিয়মে পড়া আরও কত কী। নিয়মের ভিতর জীবন চলা শুরু হলে জীবনে উন্নতি করা যায় এমন কথা আমরা সবসময়ই শুনে আসছি। স্থল পথে যানবাহন বাম দিয়ে চলবে আর নৌপথে নৌযান যাবে ডানে এর ব্যতিক্রম হলে হবে সংঘর্ষ।
তেমনি জীবন চলার পথে অনিয়ম করার কোন সুযোগ নাই। দিবা নির্ধারিত কাজের জন্য আর নিশি বিশ্রাম। কিন্তু আজ আমি এমন এক নিয়ম নিয়মের অবতারণা করছি যেখানে অনিয়মেই বেশী লাভ নিয়মের থেকে। হ্যা ঠিকই ধরেছেন, বলছিলাম মোবাইল ফোনের অনিয়মকে উৎসাহিত করার দারুন প্রলোভনের কথা।
আমরা প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করি।
আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব এবং ব্যবসায়িক কাজে সকলের সাথে সবসময় সংযুক্ত থাকার জন্য। মোবাইল ফোন প্রয়োজনে এবং বিপদের সময় দারুন কাজ দেয় তা আর বলার অপেক্ষা রাখেনা তবে তার পূর্ব শর্ত হচ্ছে তার সংযোগটি সচল রাখা। আগে সুসংবাদ বা দুঃসংবাদ যাই হোকনা কেন আমরা সময়মত পেতাম না বলে অনেক ক্ষতির সন্মুখিন হতাম। এখন মোবাইল ফোনের যুগে আমরা বিশ্বের যে কোন প্রান্তের যে কোন খবর পেয়ে যাচ্ছি নিমিষে। সর্বদা সকল খবর পাবার জন্য ফোনটির সংযোগ সবসময় সচল রাখতে হবে।
যারা দায়িত্ববান তারা তা করেনও তবে কিছু সংখ্যক ব্যবহারকারী মোবাইল কোম্পানীর প্রলোভনে পড়ে লাভের আশায় তার সংযোগটিকে বন্ধ রাখতে উৎসাহী পড়ছে। কারন নিয়মের বাইরে থাকলেই যে পাওয়া যায় লাভ।
বন্ধ সীম চালু করলে কমরেটে কথা বলার সুযোগ এখন প্রতিটি কোম্পানী অফার করছে , যা পাওয়া যাবেনা সংযোগটি চালু থাকলে। সরকার মালিকানাধীন টেলিফোন কোম্পানী "টেলিটক" ও এর বাইরে নয়। সুতরাং অনিয়ম করতেই হচ্ছে লাভ পাওয়ার আশায়।
এটা মোবাইল কোম্পানীর কী ধরনের ব্যবসায়িক প্রচারণা তা আমার কাছে বোধগম্য নয়। হতে পারে কোন কারণে ব্যবহারকারী তার মোবাইল সীমের সংযোগ সাময়িকভাবে বন্ধ রেখেছেন বা অন্য অপারেটরের সংযোগ ব্যবহার করছেন। তাই সেই ব্যবহারকারীকে তার নেটওয়ার্কে নিয়ে আসার জন্য এধরনের উপহারের প্রস্তাব রাখছেন। তা হলে যারা নিরবিচিছন্নভাবে সেই কোম্পানীর সংযোগ ব্যবহার করছেন তাদের সাথে বিমাতা সুলভ ব্যবহার করবেন কেন ? কেউ সবসময় নিরবিচ্ছিন্নভাবে তার সংযোগ সচল রেখে কোন সুযোগ নিতে পারলেন না আর যিনি তার সংযোগ বন্ধ রাখলেন তাকে দিলেন পুরস্কার। ভালকাজে তিরস্কার আর মন্দ কাজে পুরস্কার যেন।
অথচ তাদের ব্যবসায়িক কৌশল হতে পারতো বিপরীত। যেমন যে গ্রাহক নিরবিচ্ছিন্ন ভাবে কোন কোম্পানীর সংযোগ ব্যবহার করলে তার জন্য কম রেটে কথা বলার সুযোগ দিতে পারতেন, যেমন ১ বছরে কোন দিন সংযোগটি বন্ধ না হলে হ্রসকৃত রেটে, ২ বছর নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করলে তার চেয়ে কম রেটে এমনি ভাবে ৫ বছর ১০ বছর এমনকী সংযোগ নেবার পর থেকে সংযোগটি চালু রাখার জন্য কোন পুরস্কারের ঘোষণা ওই কোম্পানীর সংযোগ ব্যবহার করতে সকলকে উদ্বুদ্ধ করতো।
আমি সংশ্লিষ্ট মোবাইল কোম্পানীর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার প্রস্তাবটি বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। কারন যে সংযোগটি ব্যবহার করছেন তিনি হয়তো লাভের আশায় তার সংযোগটি সাময়িকভাবে বন্ধ রাখতে উৎসাহিত হচ্ছেন কিন্তু যারা ঐ গ্রাহকের বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ও ব্যবসায়িক কাজে তার প্রয়োজনীয়তা থাকা সত্বেও যোগাযোগ রাখতে না পেরে ক্ষতির সম্মুখিন হচ্ছেন তাদের কথা বিবেচনায় অনিয়মকারীদের নিয়মে আনার জন্য উৎসাহীত করবেন।
সামুর পাঠকদের গঠনমূলক মতামত আশা করছি, পক্ষে অথবা বিপক্ষে ।
জারনো
বরিশাল ২৯ জানুয়ারী’১১
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।