আমাদের কথা খুঁজে নিন

   

জীবনযাপন

"হরি আছেন পূর্বে, আল্লা আছেন পশ্চিমে, তুমি তোমার হৃদয় খুঁজে দেখ- করিম ও রাম উভয়েই আছেন হৃদয়ে; এ জগতের সমস্ত মানব-মানবীই তাঁর অংশ।" (সন্ত কবীরের গান; তর্জমা রবীন্দ্রনাথ ঠাকুর)

রচনাকাল - ভুলে গেছি ( ২০১০-এর কোনো এক রাতে ) ১ হৃদয়রহিত অন্ধকারে ডুবে থাকা ক্লান্ত সভ্যতায় জলের আড়ালে থোকা থোকা রক্ত ফিনকি দিয়ে ওঠে, সব আশা ঝরে পড়ে ম্যাপলপাতার মত সন্ধ্যাবেলায় বেদনা জমাট বাঁধে সকলের স্বপ্নহীন কথাহীন ঠোঁটে ! ২ পাথরের 'পরে তবু দানা বাঁধে নতুন হৃদয়, পৃথিবীর আমরা সবাই মিলে মৃত্যুকে মৃত্যুদন্ড দেই; মরে গিয়ে মাটি হয়ে ছাই হয়ে-পরমুহূর্তেই আবার জীবন পাই শুদ্ধ গর্ভে কোনো নতুন নারীর ! ৩ থেকে থেকে এভাবেই জীবনের দিন গোণা অনন্তকাল নাপাওয়া-কে পেতে চেয়ে সমস্ত সভ্যতা উথালপাথাল ভুলে থাকা হত্যার ধর্ষণের হৃদয়ভাঙার ইতিহাস এভাবেই আমাদের জীবন যাপন করে যাওয়া বারোমাস !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.