আমাদের কথা খুঁজে নিন

   

হলমার্কের ১২৫০ বস্তা টাকার হিসাব চাই

https://twitter.com/akrambsl
সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখা থেকে চুরি হওয়া ১৬ কোটি টাকার জন্য যদি প্রয়োজন হয় পাঁচটি বস্তার, তাহলে চার হাজার কোটি টাকার জন্য কতটি বস্তার প্রয়োজন? খুব সহজ হিসাব। এ জন্য ঐকিক নিয়মে ফেলে সহজে যে কেউ বের করতে পারবেন। উত্তর হবে ১২৫০ বস্তার। তাহলে পরের প্রশ্ন হচ্ছে, ১২৫০ বস্তা টাকা বহন করার জন্য কতটি ট্রাকের প্রয়োজন? যদি একটি ট্রাকে ১০০টি বস্তা নেওয়া সম্ভব হয় তাহলে কমপক্ষে প্রয়োজন ১২টি ট্রাকের। এই হিসাবের প্রয়োজন দেখা দিয়েছে সোনালী ব্যাংকের টাকা চুরির ঘটনাটি ধরা পড়ার পর।

দীর্ঘ ১০০ ফুট সুড়ঙ্গ করে অভিনব কায়দায় লুট করা টাকা মঙ্গলবার উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে প্রধান অভিযুক্ত সোহেল এবং তার সহযোগী ইদ্রিসকে। লুট হওয়া ১৬ কোটি ৪০ লাখ টাকার মধ্যে পাওয়া গেছে ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকা। পাঁচটি বস্তায় ভরা সেই টাকা বহনের জন্য সোহেল একটি ট্রাকও ভাড়া করেছিল।
১৬ কোটি টাকা বহন করতে সোহেলের যদি পাঁচটি বস্তার প্রয়োজন হয় তাহলে হল-মার্ক যে চার হাজার কোটি টাকা চুরি করল, তা বহন করতে কতটি বস্তা এবং কতটি ট্রাকের প্রয়োজন হবে? খুব সংগত প্রশ্ন।

কিন্তু সোহেলের ভুল হচ্ছে সে ক্যাশ টাকা টানাটানি করতে গিয়ে ধরা খেয়েছে। আর হল-মার্ক সোনালী ব্যাংকের টাকা চুরি করেছে অন্য প্রক্রিয়ায়। অর্থাৎ তাদের চুরি ছিল কাগজ-কলমের মাধ্যমে। যাই হোক, দুই চোরই অবশেষে ধরা পড়েছে। তবে ক্যাশ টাকা চোরের কাছ থেকে ফেরত পাওয়া গেলেও কাগজ-কলমের চোরদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো টাকা ফেরত পাওয়া যায়নি।

এটাই হলো সোহেল আর তানভীরদের মধ্যে পার্থক্য।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.