আমাদের কথা খুঁজে নিন

   

হলমার্কের কাছ থেকে ৪০০ কোটি টাকা আদায়

হলমার্কের কাছ থেকে এখন পর্যন্ত সোনালী ব্যাংক কর্তৃপক্ষ প্রায় ৪০০ কোটি টাকা সমন্বয় করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে  সাংবাদিকদের একথা জানান।

এমডি বলেন, মূলত খেলাপি ঋণের কারণে ব্যাংকটি কিছুটা সমস্যায় পড়েছে। গত বছর এ ব্যাংকের একটি শাখায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর খেলাপি ঋণসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়ে ব্যাংকটি। যেটা আগে কখনো হয়নি।

তিনি বলেন, এই খেলাপি ঋণ আদায়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। কর্মকর্তাদের চাপে রেখে হলেও আমরা এই ঋণ আদায় করবো। এ বছর আমরা আট হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নিয়েছি। আশা করছি, এর মধ্যে পাঁচ হাজার কোটি টাকা আদায় করা সম্ভব হবে।

উল্লেখ্য, ব্যাংকের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.