আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদে নীল পুরনো আয়না



অযাচিত আয়নার পেছনের সাদা রঙ খসে খসে আজ ধুসর প্রায় তবৃ গড়ে না ইতিহাস নতুন কোন মহাকাব্যের কী হবে কাব্য দিয়ে যদি নাই থাকে সবুজে সমর্থন। বিকশিত প্রহর আজ অচেনা কালের প্রতিবিম্ব তবৃও হয়না দেখা বিষাদে নীল পুরনো আয়না এভাবেই আমি চলি উল্টো ¯্রােতে আর তুমি হায় বিন¤্র মানবজমিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।