Momota Jahan
আজি জোসনায় ঝরা ঐ চন্দ্র
মিটিমিটি তারাভরা রজনীরই অঙ্গে।
মনে মোর চায় তার, রূপসুধা ঢলিতে।
জানে না সে মন মোর, ভরা কোন বিষাদে।
দূর থেকে ভেসে আসা হাসনারই গন্ধ
মৃদু মৃদু সুরে গাওয়া বাতাসেরই ছন্দে
প্রাণে শুধু চায় কোন, সুখসুর রচিতে?
জানে না যে প্রাণ মোর, কি ব্যথায় সাধাযে।
ঐ মৌবনে জাগা মধুক্ষণ যে
ঝুর ঝুর ঝরা ফুল অলিদেরই গুঞ্জে।
বুঝি হিয়া মোর, ফাগুনের রঙে চায় রাঙিতে।
জানে না তো হিয়া মোর, কি তৃষায় জাগা যে।
কবিতাটি লিখেছেন
( মনিরা চৌধুরী)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।