আমাদের কথা খুঁজে নিন

   

কোন বিষাদে মৌনি তুমি…..

বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!

কোন বিষাদে মৌনি তুমি একলা দাড়াও নদীর ধারে? নৌকা চড়ো না,কার অপেক্ষায়? এখন এমন ভুল প্রহরে দুঃখ ছড়াও আকাশ জুড়ে পশ্চিমে লাল আবীর ফেলে একলা দাড়াও,একলা কেন? কার চোখ থেকে ভীষন উদার চুলগুলোকে আগলে রাখো ঝলমলে সাদা স্কার্ফের আড়ালে? মৌনি তুমি কি রাত জেগেছিলে কোন ফাল্গুনে পূর্ণিমায়? দেখেছো কখনো মেঘ ও রোদের গাঢ় অভিমানে বিকেল হয়েছে? তোমার হাতে ফুল তুলে দিলে অহঙ্কারী মেয়ের মতোন অবহেলে কি ছুড়ে ফেলে দিলে গোলপুকুরের স্বচ্ছ জলে? কিংবা রেখেছ হাতের মুঠোয় সারারাত ভরে?ভোরে জেগে তুমি ঘ্রাণ নিয়েছিলে বাসি ফুলেদের? সূর্য কখনো তোমার সাদা শেমিজ দেখেছে? লোভীর মতন অন্ধ হয়েছে? মৌনি তুমি শক্ত করোনা তোমার চোয়াল,রাগ করো না রাস্তার পাশে বখাটে যুবক শিষ বাজালে রাগ করো না বরং তোমার ভালোবাসাময় চোখ দিয়ে তাকে করুনা করো। কেউ কখনো আঘাত দিলে সাজিয়ে রেখো যত্ন করে বুকের মধ্যে মিউজিয়ামে। মৌনি কেন আমায় ডাকোনি সেদিন বিকেলে আমি সিগারেট ধরিয়েছি দেখে কেন এসে তুমি ছুঁড়ে ফেললে না ঠোঁট থেকে কেড়ে? আমাকে কি তুমি ভালোবাসো না?বুক ছুঁয়ে বলো- সত্যি আমাকে ভালোবাসো না? [একজন কবির সবগুলো কবিতাই হয়তো তার নিজের প্রিয় হয়।কিন্তু কিছু কবিতা তার নিজস্ব প্রিয়,একান্ত আপন।অন্যদের কেমন লাগবে জানি না,এই কবিতাটির প্রতি আমার বিশেষ পক্ষপাতিত্ব আছে,ব্যক্তিগত দুর্বলতা।এটি বোধ হয় আমার সবচেয়ে বেশী অনুভূতি নিয়ে লেখা কবিতা।ধন্যবাদ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।