আমাদের কথা খুঁজে নিন

   

বাকশালের বাকে বাকে(পর্ব ১):বাকশাল কায়েমের কালোদিন,চিনে রাখুন নয়া বাকশালীদের(নিরপেক্ষ প্রথমআলো,কালেরকন্ঠ,স্টার,সান!!!)

আমি সফল হতে চাই

আজ ২৫ জানুয়ারি— একদলীয় শাসন তথা বাকশাল প্রতিষ্ঠার সেই কালো দিবস।১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রচিত হয় এক কালো অধ্যায়। এদিন সংসদে শেখ মুজিবুর রহমান পেশকৃত চতুর্থ সংশোধনী বিল পাস করে দেশের সব রাজনৈতিক দল বিলুপ্তির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে এবং একদলীয় শাসন তথা বাকশাল গঠনের পথ উন্মুক্ত করা এরই ধারাবাহিকতায় তিনি মানুষের সব মৌলিক রাজনৈতিক অধিকার হরণ করে দেশের সব রাজনৈতিক দল বিলুপ্তির মাধ্যমে ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি এক আদেশ বলে ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ’ (বাকশাল) নামে একটি জাতীয় রাজনৈতিক দল গঠন করেন। একই সঙ্গে নিজেকে এই দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন। পাশাপাশি দল পরিচালনার ক্ষেত্রেও যাবতীয় ক্ষমতার অধিকারী হন তিনি। এক নজিরবিহীন ন্যূনতম সময়ের মধ্যে (মাত্র ১১ মিনিট) চতুর্থ সংশোধনী বিলটি সংসদে গৃহীত এবং তা আইনে পরিণত হয়।৪ টি পত্রিকা বাদে সব পত্রিকা নিষিদ্ধ করা হয়|কিন্তু হায়!!!আমারদেশ,নয়াদিগন্ত,সংগ্রাম ও দিনকাল ছাড়া কোনো পত্রিকা যেমন নিরপেক্ষ প্রথমআলো,কালেরকণ্ঠ,স্টার,সান!!!!!!!!!পত্রিকায় কিছু লেখা হয়নি!কারণ তাদের আনন্দের্দিন!?!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.