আমাদের কথা খুঁজে নিন

   

স্বচ্ছ দৃষ্টি



জীবনে অনেক উদ্ভট কাজ করেছি এবার করব আরেকটি- দৃশ্যে ফেলব এক প্রগার,অন্তরভেদী দৃষ্টি দৃষ্টির প্রখরতায় পুড়ে যাবে সব রং-কালি-পোষাক; দৃশ্য হবে নির্ভেজাল খাঁটি। আজ থেকে আমার সামনে দৃশ্য আসবে তপ্ত, জ্বলন্ত কামুক হয়ে ত্রিচোখ হবে তার যোনী। জীবনে অনেক উদ্ভট কাজ করেছি আজ থেকে আরেকটি- আকাশ,ধান ক্ষেত,পদ্মা, ডাষ্টবিন……………. এবং আমার দৃষ্টিতে ঘেরা অবারিত জনতার জটিল ও কুটিল দৃশ্য আমার চোখে ফিরে আসবে উলঙ্গ, অনাবৃত। জীবনে অনেক উদ্ভট করেছি এবার করব সবচেয়ে জঘন্যটি- বোধে ফেলব এক সূক্ষ,তীক্ষ্ণ দৃষ্টি দৃষ্টির তীক্ষ্ণতায় ছিড়ে যাবে অস্পষ্টতার জাল, বোধ হবে বুদ্ধের মত; অভিজ্ঞতায় জ্ঞানে মূর্ছা যাবে অসত্য-জঞ্জাল। জীবনে অনেক উদ্ভট কাজ করেছি এবার তারমদ্ধে নিকৃষ্টটি- গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ রাষ্ট্র, সভ্যতা, মানুষ এবং জ্ঞাত-অজ্ঞাত অসংখ্য অনুভুতি, আদর্শ আমার চোখে ফিরে হবে ঝকঝকে, স্বচ্ছ, স্পষ্ট। জীবনে অনেক অসভ্য কাজ করেছি এবার সবচেয়ে অপবিত্র, অশ্লীলটি- খুব গভীরে, মনের কেন্দ্রে, চেতনায় প্রলয়ংকারী এক দৃষ্টি গিয়ে পরবে আজ, দৃষ্টির প্রচন্ডতায় উড়ে যাবে, অদৃশ্য হবে অন্ধত্ব, সংস্কার, কুপমুন্ডুকতা চিন্তা ফিরে পাবে নির্ভেজাল মুক্তি। জীবনে অগন্তি অসভ্যতা দেখিয়েছি এবারকারটা বলতে পারেন বাড়াবাড়ি- পবিত্র গ্রন্থ,লক্ষ-লক্ষ বিশ্বাস,ধর্ম ও অলৌকিকতার জোড়াতালি সহ স্বয়ং বিধাতা আজ ভষ্ম হবে আমার দৃষ্টিতে; আজ থেকে ঈশ্বরের ফসিল রক্ষিত হবে জাতীয় জাদুঘরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।