আমাদের কথা খুঁজে নিন

   

স্বচ্ছ বগিতে সূর্য

আিম খুব পিজিটভ মানুষ। খারাপ যা িকছু বদেল িদেত চাই ভালবাসা িদেয়, পারতপেক্ষ লড়াই কের নয়। স্বচ্ছ বগিতে সূর্য -ফাতেমা হক শিখা বর্ষীয়সী হয়েছে নীল ছোট গ্রহ, গত হয়েছে গতকাল- রং বেরং দ্বিপদীর। পূর্ণতা অপূর্ণতায় ভরেছে এলবাম, শুধু থেমে আছে মন-মেঘ বালিকার। কফির ধোয়া মিশে প্রথম আলোয়, ত্রিগোল বাহকের টুং টাং- ইচেছ অনিচ্ছায় মিলায় ব্যস্ততায়।

হলুদ দুপুর ঢেকে দেয়, ক্লান্ত ঘড়ি তার। জ়োনাক সন্ধ্যা টেনে নেয়, যত তার স্বপ্নের- বেগুনী হলুদ ফুল। “নেই” কোথাও নেই তার, “আছে ঝুড়ি” ভরে আছে “আছে”তে, দশদিক সুচারু, সব ঠিকঠাক; তবু আছে থেমে, থেমে আছে মন-মেঘ বালিকার। দীর্ঘ থেকে দীর্ঘ হচেছ অনুভবের তরুন জ়মিনে- রোজ রোজ প্রতিরোজ়; সূর্য আসবে, সূর্য হাসবে, কনকনে নীলের নীচে- উম উম স্বচ্ছ বগিতে। (০৪।

১০। ২০১২) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।