জহির রায়হান।
১৯৮৪ সালে নবম শ্রনীতে থাকাকালিন আমাদের মহান মুক্তি যুদ্দ্যের সময় জহির রায়হানের লেখা একটি ছোট গল্প "সময়ের প্রয়োজনে" পড়ে মনের মাঝে গভীর দাগ কেটেছিল। পরবর্তী সময়ে অবশ্য জহির রায়হানের লেখা উপন্যাস,আরেক ফাগুন, হাজার বছর ধরে, শেষ বিকেলের মেয়ে, বরফ গলা নদী,ইত্যাদী পড়ার সুভাগ্য আমার হয়েছিল।
জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগষ্ঠ বর্তমান ফেনী জেলার মাজুপুর গ্রামে জন্ম গ্রহন করেন। উপন্যাস লেখার পাশা পাশি তিনি সাংবাদিকতা,শর্ট ফিল্ম,ও চলচ্চিত্র নীর্মানের সাথে ও জড়িত ছিলেন।
জীবন থেকে নেয়া,তার নীর্মিত চলচ্চিত্রের একটি।
জহির রায়হানের সবচেয়ে বড় অবদান,আমাদের মহান মুক্তি যুদ্দ্যের সময় নীর্মিত শর্ট ফিল্ম "STOP GENOCIDE" বিশ্ব বিবেকে দারুন ভাবে সাড়া জাগিয়েছিল। নীচে ভিডিও গুলা দিলাম,আশা করি নতুন প্রজন্মের অনেকেই জানতে পারবে ৭১-এর সেই ভয়াবহ দিনগুলির অনেক না জানা কথা।
জহির রায়হান বাংলা একাডেমি পুরস্কার সহ আরো বেশ কয়েকটি পুরস্কার লাভ করেন। ১৯৭১ সালের ৩০ ডিসেম্ভর পাক হানাদার বাহিনীর হাতে বন্দি তার ভাই প্রখ্যাত সাংবাদিক ও বুদ্বি জীবি শহীদুল্লা কায়ছারকে খুজতে গিয়ে পাকি দালালদের হাতে নিহত হন।
চলুন দেখি ভিডিও গুলাতে জহির রায়হান কী বলতে চেয়েছেন।
পর্ব:-১
পর্ব:-২
পর্ব:-৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।