"ইতিবাচক ব্লগিং এর লক্ষ্যে পরিবর্তিত হলো পোস্ট রেটিং সুবিধা"- এ হেডিংয়ে শুরু হওয়া সামুর নতুন আপগ্রেডেশন প্রথম থেকেই আমার কাছে "নেতিবাচক সিদ্ধান্ত" মনে হয়েছিল। ব্লগারদের মতামতের ভিত্তিতে এখন ফেসবুক লাইক বাদ দিয়ে "পছন্দ বোতাম" যোগ করার ঘোষণা করা হয়েছে। ভিন্ন অর্থে "পছন্দ বোতাম"ই আমাদের আগের "+" বাটন।
মাইনাস সংস্কৃতিতে নিরুৎসাহিত করতে এতোটা ঝঞ্ঝাটের প্রয়োজন ছিল কি? ব্যক্তিগতভাবে আমি মাইনাস প্রদানের বিপক্ষে। যার ভাল লাগবে তিনি প্লাস দিতে পারেন।
ভালো না লাগলে মাইনাস দিতেই হবে এমনতো কোন বাধ্যবাধকতা নেই। হেডিং পড়লেই বোঝা যায় লেখাটা কোন বিষয় নিয়ে। নিজের ইচ্ছের বিরুদ্ধে অপছন্দের ব্লগে ঢুকে অতি উৎসাহী হয়ে মাইনাস দেবার সময় কোথায়? আর যারা একাধিক নিক থেকে মাইনাস ফ্লাডিং করেন তাদের মাইনাসে কী আসে যায়?
প্লাসের বন্যা বন্ধে আইপি ফিল্টার এবং মাইনাস সংস্কৃতি বদলাতে মাইনাস বাটনটি তুলে দিলেই চলতো। অথবা কমেন্ট করলেই কেবল প্লাস বা মাইনাস দেয়া যাবে এমন বাধ্যবাধকতা নির্ণয় করা যেত।
যাই হোক, পছন্দ বোতাম যোগ করার পর মনে হচ্ছে মডারেটররা নতুন আপগ্রেডেশন আনডু করলেই বোধহয় ভাল হতো।
প্রিয় মডুরা, ভেবে দেখবেন কি?
ব্লগ হোক স্বস্তিময়।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।