আমাদের কথা খুঁজে নিন

   

শান্তি খুজি না

পৃথিবীতে যুদ্ধ শেষ, বন্ধ সৈনিকের রক্ত ঢালাঃ ভেবেছ তোমার জয়, তোমার প্রাপ্য এ জয়মালা; জানো না এখানে যুদ্ধ-শুরু দিনবদলের পালা।।

আমি শান্তি খুজি না, তবুও খুজি যা আমি খুজিনি কখনও এই যাপিত জীবন ,এই পথচলা, এই বেচেঁ থাকা... না আমার জন্য নয়... মাঝে মাঝে ...তাকিয়ে থাকি মেঘলা আকাশের দিকে, আমার পাচঁ তলার ঘর থেকে... জানালা দিয়ে দূর দিগন্তে, যেখানে নারিকেল আর সুপারির গাছ গুলো মাথা উচু করে আছে, তাকিয়ে থাকি কিছুক্ষন,তারপর নেশার মতন পেয়ে বসে আমাকে||| উড়ে যাই যত দূর চোখ যায়... পৃথিবীর দিকে নয়, পৃথিবী থেকে অনেক অনেক দূরে... এই আটপ্রোঢ় কোলাহল,এই যাপিত জীবন থেকে দূরে নিঃসঙ্গ সূদূর কোন দুরালোকে...||| ভালবাসা আজ এক অর্থহীন শব্দ আমার কাছে অন্য এক দায়িত্ববোধ,অন্য এক পিছুটান, যা অস্বীকার করিনি কখোনও... হয়ত বা সেই যুদ্ধটায় এখনও টিকে আছি... টিকে থাকতে হবে...এটুকুই জানি... তাহলে অন্যটা কি আমার বিশ্বাসঘাতক আত্বার ধংসাত্বক উন্মাদনা... যে মেঘলা আকাশ দেখে আমার মন টাকেও মেঘলা করে দিচ্ছে, সময় গুলো কে ছুড়ে ফেলছে রাস্তার নোংড়া ডাস্টবিন এ... শান্তি চাইনা, শুধু বেচেঁ থাকতে চাই... নিজের জন্য নয়...............।। সন্ধ্যাঃ৬টা


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.