দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে
মানুষকে বিতাড়নের এক অভিনব পদ্ধতি আবিস্কার করেছেন কিছু সংখ্যক ব্লগার, সেই সাথে মডারেটরও তাদের কৌশলে বন্দী।
বেশ আগে পিয়াল ভাই এর একটা পোস্ট খেয়াল করেছিলাম যেখানে উনি রাজাকারদের গাইলাই যাইবেন বলে লিখেছিলেন। নিজের আদর্শের বিরোধী কাউকে রাজাকার বানিয়ে তারপর গালির বন্যা বইয়ে দিতে হবে, অতপর নিজেরাই অপমানিত বোধ করে ব্লগ ছেড়ে চলে যাবেন। কৌশলটা মন্দ ছিল না, ইনফ্যাক্ট মুসলিমরা ''অমানুষ' হওয়া পছন্দ করে না।
আমি বিশ্বাস করি এবং করতে চাই...... ব্যক্তিগত জীবনে এঁরা (যাঁরা এই অভিনব কৌশলের উদ্ভাবক) কেউই এরকম নিচু মনের লোক নন, যথেষ্ট যোগ্যতাসম্পন্ন উঁচু মানের লাইফই লিড করেন।
ব্লগে এধরনের ভঙ ধরেন কেবল বিপক্ষদের বিতাড়নের নিমিত্তে, কারণ বিপক্ষদের সাইকোলজি তাঁদের ভাল করেই জানা আছে।
তবে একটা জায়গায় আমি বলতে পারি তাঁরা নিশ্চয়ই ভুল করছেন। তাঁদের ধারণা এই সব লোকগুলি গুটি কয়েক। গুটি কয়েককে বিদায় করলেই ল্যাঠা চুকে যায়। তাই নতুন কোন ব্লগার একই মানসিকতাসম্পন্ন হলে পুরাতনদের ক্লোন বলে ভুল করেন।
আমি নিশ্চিত করেই বলতে পারি..... এই সংখ্যা গুটি কয়েক নয়। অন্য কোন মানুষ এসে ঠিকই এই জায়গা পুরন করে নেবে।
আপাত সফল মনে করলেও অবশ্যই এ প্রচেষ্টা চূড়ান্ত পর্যায়ে সফল নয়। এর থেকে ভাল বুদ্ধি হচ্ছে, যুক্তি দিয়ে ডিফেন্ড করা। এতে নিজের মান মর্যাদাও ঠিক থাকে, আপনি বিশ্বাসকেও আগিয়ে নিতে পারেন।
কিন্তু সম্ভবত এ পথে তাঁরা আগান না এটা জেনে যে, এভাবে জিতা যাবে না। মিথ্যা মিথ্যার সাথে পারতে পারে সত্যের সাথে নয়..এটলিস্ট শয়তান তো অবশ্যই সেটা জানে।
একটা গল্প বলি, কোন এক ভদ্র লোক বিদেশে খুবই উন্নত একটা চাকরি পেয়েছেন যা তাঁর প্রাপ্যের চেয়েও বেশি কিছু। যেই দিন জয়েন করার কথা (ঐদিন না গেলে চাকরিটা তাঁর হবে না) দু:খজনক ভাবে ঢাকা শহরে অপ্রত্যাশিতভাবে দীর্ঘ যানজটের কারণে জিয়া বিমান বন্দরে সঠিক সময়ে পৌঁছতে সক্ষম হননি। তখন তিনি চিৎকার করে বলছেন... দুনিয়াতে আমার মত হতভাগা আর কেউ নেই।
হতাশায় ভরা একটি দিন পার করে পরদিনের সংবাদপত্রে চোখ বুলাতে গিয়ে উনার চোখ ছানাবড়া। নিউজ হয়েছে.... গতকালের সেই বিমানটি সকল যাত্রীসহ ক্র্যাশ করেছে এবং সবাই নিহত হয়েছে। ভদ্রলোক তখন চিৎকার করে বলছেন...... দুনিয়ায় আমার মত সৌভাগ্যবান আর কেউ নেই। গল্পটির বটম লাইন..... চূড়ান্ত সফলতাই প্রকৃত সফলতা (সকলের জন্য)
মানুষ মানুষের জন্য সবচেয়ে কম যেটুকু করতে পারে...... তাঁকে মানুষের সম্মান দেয়া, সে যেই হোক না কেন। ভূপেন হাজারিকার এই "মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?"...... গানটার হৃদয় স্পর্শী বক্তব্য কি অধরায় থেকে যাবে? আমরা ইস্যূ (হিউম্যান রাইটস) নিয়ে অনেক কথা বলি, বাট রাইট টাইমে সেই ইস্যূটাকে এড্রেস করতে পারি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।