কাচু মিয়া আসছ?
জে
জে আবার কি, অদব কায়দা কিছু শিখো নাই? বলো জ্বি।
জী-ঈ।
ভদ্র সমাজে চলার নিয়ম শিখতে হবে। তোমার বাপ-মা অনেক আশা নিয়া তোমারে আমার কাছে পাঠাইছে, কিন্তু মনে হইতেছে তোমারে দিয়া কিছু হবে না। লাস্ট মিশনেও ফেল করলা।
কাচু মিয়া, তুমি মাত্রা ছাড়ায়া যাইতেছো। তোমারে নিয়া যে কি করব বুঝতেছিনা।
ওস্তাদ, ভুল হয়ে গেছে, এবারের মত মাফ করে দেন। লাস্ট মিশনের ভুলটাতো আমার ইচ্ছাকৃত না-প্রকিতির উপরেতো আমার হাত নাই।
জানো যে তোমার পেটে গুরুপাক খাইদ্য হজম হয় না, তাইলে খাইছো কেন?
ওস্তাদ, চাচীয়ে কইল- কাইচ্চারে, পুলাউ কুরমা রানছি, খাইয়া যা।
কি লাভ হইল, রহমান সাবের বাড়ীত গিয়া সিন্দুকের বদলে ঢুকলা বাথরুমে। জান লইয়া যে আইতে পারছো এইটাইতো বেশী।
কাচু মিয়া আবারও বলল, ওস্তাদ, ভুল হয়ে গেছে, এবারের মত মাফ করে দেন।
ভুলতো আর একবার করনাই, এই বার নিয়া পাঁচবার।
ওস্তাদ, পরথম বারতো টেনশনে সারা রাইত ঘুমাইতে পারি নাই---
সেইজন্য সকালে গিয়া একবারে রহমান সাবের বেডরুমে ঘুম দিলা? ব্যাকআপ পার্টি টাইম মতো না পৌছাইলেতো গেছিলা।
আর দ্বিতীয়বার আমার কুনো দোষ ছিল না, চাবি এসপার্ট লুকমানের লাইগা ফেল করছি। তারে কইলাম ভালো দেইখা মাস্টর কী দেও। কইলাম সিন্দুক খুলবতো? হে কয় -খুলব মানি, কোপাইব। কিন্তু, হে ভুলে হের বাড়ীর চাবি দিয়া দিলো। কিন্তু আমি চেষ্টা কম করি নাই, সারারাইত সিন্দুক খোলার চেষ্টা করছি।
আর তৃতীয় বার - -
থাক, আর কৈফিয়ত দিতে হবে না। আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, এখন থেইকা তুমি ডেস্কে কাম করবা- যারা মিশন থেইকা ফিরব তাগো রিপোর্ট ফাইল করবা - - -
কিছু বুঝার আগেই কাচু লাফ দিয়ে আমার পায়ের উপর পরল - ---
পাও ছাড়ো কাচু মিয়া ----
না ওস্তাদ, আমারে আর একবার মাত্র সুযোগ দেন, এইবার না পারলে আপনে যা খুশি শাস্তি দিয়েন ----
আইচ্ছা যাও, পাও ছারো, এই বারই শেষ চান্স, দেখি কি কর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।