আমাদের কথা খুঁজে নিন

   

যানজটে জনজীবন অতীষ্ট, এমনকি কখনো প্রত্যাশিত না।



সৌদি আরবের যখন বিশ্বর লাখো লাখো মুসলিম হজ্ব করতে যায়। তখন সে দেশের সরকারের কোটি কোটি ডলার মুনাফা হয়। সাথে সাথে মুসলমানরাও তাদের উপর অর্পিত ফরজ কাজটি আদায় করে আল্লাহর সান্নিধ্য লাভের আশা করে। কিন্তু বাংলাদেশে এটা আবার কোন ধরনের সংস্কৃতির উদ্ধোভ ঘটলো? যেটাকে সরকারী দল ও বিরোধী দল নানা ভাবে ব্যবহার করে ধর্মীয় পায়দা হাসিল করার অপচেষ্টা আসক্ত। সরকারের নেই কোন মুনাফা।

অথচ এর পিছনে ব্যায় হচ্ছে কোটি কোটি টাকা । অন্যদিকে তুরাগ নদীয় আসে পাশের এলাকায় ব্যাপক এর জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। আবার সেই রুটে দিয়ে যেসকল গাড়ি চলাচল করে সকল গাড়ি ঘন্টার পর ঘন্টা দাড়িয়েও কোন ভাবেই তাদের গন্তব্যে যেতে পারছেনা। এদিকে আমাদের দেশে লোক দেখানো কিছু ইবাদতকারী আছে যারা জীবনে এক ওয়াক্ত নামাজ না পড়লেও ‍‍‍‌‌‌‌‌"আখেরী মুনাজাতে" অংশগ্রহনের নাম করে ইসলামের প্রতি তাদের মিথ্যা ভালবাসা প্রকাশ করতে গিয়ে আরো সমস্যার সৃষ্টি করছে। এদের রুখবে কে? যতদূর মনে পড়ে সামরিক বাহিনীর ট্রেনিং এ যখন গিয়েছিলাম তখন দেখেছি যে যায়গায় খাওয়া সে জায়গার পাশেই গোশল পায়খানা।

আমাদের দেশের মানুষের তামাষা দেখলে মনে খুব দুঃখ হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারী হিসেব মতে ইজতেমায় এসে শতশত মানুষ তাদের সবর্স্ব হারিয়েছেন। ছিনতাইকারীদের একটু সুবিধা হইছে বলে মনে হয়। আল্লাহ মনে হয় ছিনতাই কারীদের দোয়া কবুল করেছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।