আমি বাঙালি
গৃহপালিত বুদ্ধিজীবী
মো. রহমত উল্লাহ্
আছে অনেক বুদ্ধিজীবী
উচিৎ কথা বলে না
দলের রাস্তা ছেড়ে তারা
এক কদমও চলে না!
দলের বাচাল নেতার মতই
মিথ্যা মারে বিবৃতি
ইতিহাসের পাতায় পাতায়
ঘটায় কেবল বিকৃতি!
সাদা পানি ঘোলা করার
ধান্ধা করে সারাক্ষণ
বুদ্ধি(?) বিকায় ভদ্র সেজে
নয় মোটেও সাধারণ!
কুশাসনের কূটুবুদ্ধি
কুটুর কুটুর দেয় বলে
ক্ষেপে গেলে আম-জনতা
তাদের সাথেই যায় মিলে!
আপন স্বার্থ ক্ষুন্ন হলে
ছড়ায় হাজার মন্তব্য
স্বার্থ হাসিল করাই যেন
এই জীবীদের গন্তব্য!
অর্থ পদক পদের লোভে
এরা কিন্তু সব পারে
একটা কিছু দিয়ে দিলেই
বসে বসে লেজ নাড়ে!
বুদ্ধিজীবী(?) কুবুদ্ধিতে
শ'বিভাজন এক জাতিতে!
: দৃষ্টি খুল নিজেরা
আঁস্তাকুড়ে যাক ওরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।