আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধিজীবী

কাল্পনিকতা নাকি কিছু স্বপ্নের প্লাবন মানুষ মানুষের জন্য ,তার ভালো কাজের মাঝে। মানুষ মানুষের আপন, তার উদার- ভালবাসার কারনে । মানুষের মাঝেই মানুষ অমর হয়ে রয় , তার কর্মের সৃতি নিয়ে। স্বাধীনতার পরবর্তী ৪০ বৎসরে , কমপক্ষে ৪০০ এর ও বেশি বড় নেতা, অধ্যাপক, আইনজীবী,ডাক্তার, কবি- সাহিত্যিক , সাংবাদিক এবং অন্যান্য বুদ্ধিজিবী দেশের মাঝে কখনও আলোচিত কিম্বা কখনও হয়েছেন সমালোচিত। কিন্তু, কষ্টের কথা হল , আমরা যখন দেশ বরণ্য মানুষ গুলোকে খুঁজতে যায়, তখন সে সংখ্যা এতই কমে যায় যে, ্মনে হয়!! দেশ থেকে ভালো মনের মানুষগুলো হারিয়ে গেছে।তাই, আমার মত অসংখ্য সাধারন মানুষের মিনতি, বর্তমানের সকল বুদ্ধিজীবীদের প্রতি , আসুন আমরা মানুষের কাছে আসি , মানুষকে ভালোবাসি এবং দেশকে ভালোবাসা দিয়ে সকলের হৃদয় এ অমর হয়ে থাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.