আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত পাওয়া যাবে paintlove@gmail.com এ...
আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে...টিভি চ্যানেল গুলোতে ও অনেক অনুষ্ঠান দেখানো হবে...
চ্যানেল আই তে সকাল ১১:১৫ থেকে দেখানো হবে টেলিছবি "স্পার্টাকাস ৭১" এবং তার পর পর দেখানো হবে তার সিক্যুয়াল "এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি"......মোস্তফা সরোয়ার ফারুকীর অসাধারন সৃষ্টি এই টেলিছবি দুটি......গত ঈদে দেখানো হয় প্রথমটি এবং ২য় টি এই ঈদে প্রচারিত হয় চ্যানেল আই তে.......ঈদের অনুষ্ঠানের ভীড়ে অনেকে মিস করেছেন এগুলি..বুদ্ধিজীবী দিবসে মিস করবেন না....।
এছাড়া মিরপুরে সিএটি মিলয়াতনে আয়োজিত হয়েছে বুদ্ধিজীবী দিবস পথনাটক.। ঢাকার বেশ কয়েকটি ভালো ভালো দল সেখানে পথনাটক করবে। আরন্যক, প্রাচ্যনাট, পালাকার, উদীচী, অবয়ব সহ আরও কয়েকটি দল...। বিকাল ৪টা থেকে শুরু হবে এটি। আমি নিজেও উপস্থিত থাকার চেষ্টা করবো।
যুদ্ধাপরাধীদের বিচার চাই....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।