আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগে ভাঙনের সুর বিএনপিতে নেতৃত্ব স

নেত্রকোনা জেলা সদরে আওয়ামী লীগে ভাঙনের সুর। আর বিএনপিতে সংকট নেতৃত্বের। জেলা আওয়ামী লীগে ইতোমধ্যেই চরম আকার ধারণ করেছে দলীয় কোন্দল। নতুন নেতৃত্ব প্রত্যাশীরা এগিয়ে আসতে চাইলেও দীর্ঘ সাড়ে নয় বছরে হয়নি জেলা আওয়ামী লীগের সম্মেলন। পবিত্র রমজান মাস শেষ হতে চললেও জেলা আওয়ামী লীগ এখনো ইফতারের আয়োজন করতে পারেনি। তবে নবীনরা প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে ইফতার পার্টির আয়োজন করছেন। নতুনের মধ্যে সাবেক ছাত্রনেতা শামছুর রহমান ওরফে ভিপি লিটন শুরু করেছেন ইফতার সংযোগ। সাবেক ফুটবলার আরিফ খান জয়ও আয়োজন করছেন ইফতার পার্টির। আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের ভিড়ে নতুনরা জ্বলে ওঠার চেষ্টা করছেন। অপরদিকে বিএনপিতে নেতৃত্ব সংকটে কেন্দ্রীয় যুবদল নেতারা মাঠ গরম রাখছেন গণসংযোগ এবং মোটরসাইকেল মহড়া দিয়ে। জেলা বিএনপিতে কোন্দলের ফলে সাবেক নেতারা হারিয়ে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন ড্যাব নেতা প্রফেসর ডা. মো. আনোয়ারুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুল হক মামুনসহ বেশকিছু নেতা। প্রতিটি ইউনিয়নে তারা চষে বেড়াচ্ছেন। অন্যদিকে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি ফকির আশরাফ ছাড়া অন্য কাউকে মাঠে পাওয়া যাচ্ছে না।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.