রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার কারণে রাজনৈতিক ভাষা ব্যবহারের পরিবর্তে অন্য ভাষায় জাতিকে বিভ্রান্ত করছে। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত 'জননেতা তারেক রহমান ও বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি' শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জনগণ এই সরকারকে আর দেখতে চায় না। তারা এ সরকারকে সরে দাঁড়াতে বলছে। আমাদের জনগণের বডি ল্যাংগুয়েজ দেখার দরকার নেই। আপনারা জনগণের বডি ল্যাংগুয়েজ বোঝার চেষ্টা করুন। জনগণের বডি ল্যাংগুয়েজ বলছে 'তোমরা সরে দাঁড়াও'।
তিনি আরও বলেন, যারা আধিপত্যবাদের দোসর, যারা বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্বে বিশ্বাস করে না, কেবল তারাই চায় দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে। রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্বকে নির্মূল করতেই সরকার বিএনপিকে দাবিয়ে রাখতে চায়। তারেক রহমান ওপর থেকে নাজিল হননি বা কেউ তাকে নেতা বানিয়ে দেননি। তারেক রহমান বাংলাদেশের মৌলিক উন্নয়ন সম্পর্কে রাজনীতি করেন।
জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।