চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। জামালপুর, নোয়াখালী ও মাগুরায় পারিবারিক কলহের জের ধরে দুই গৃহ বধূ খুন হয়েছেন। খাগড়াছড়িতে জমি বিরোধ নিয়ে একজনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া নাটোরে এক আইনজীবীর সহকারী ও বরিশালে কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের খবর_
চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ উপজেলার রানীহাটি হাটে গতকাল রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ৩০ ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় কফিল উদ্দিন নামে এক আওয়ামী লীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তারা। তাদের হামলায় আহত হয়েছেন ১৫ জন। এ সংবাদ লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই ছিল। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সংসদ সদস্য আবদুল ওদুদ তীব্র নিন্দা জানান। এ ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াত-বিএনপি জড়িত বলেও দাবি করেন তিনি। জামালপুর : সদর নান্দিনায় পারিবারিক কলহের জের ধরে গৃহ বধূ খুরশেদা বেগমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত অভিযোগে নিহতের স্বামী মিজানুর রহমান, শ্বশুর মোফাজ্জল হোসেন, শাশুড়ি রিনা বেগম, মিজানুরের বড় ভাই রেজাউলকে আটক করেছে পুলিশ। মাগুরা : সদর উপজেলার নালিয়াডাঙ্গা গ্রামে ফিরোজা বেগম নামে এক গৃহ বধূ খুন হয়েছেন। নিজ বাড়ির একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় গতকাল তার লাশ উদ্ধার হয়। নোয়াখালী : হাতিয়া উপজেলায় সিরাজপুর গ্রামের সোলেমান বাজার নামক স্থানে গৃহ বধূ জরিনা খাতুন খুকিকে পারিবারিক কলহের জের ধরে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। খাগড়াছড়ি : দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের প্রশিক্ষণ পাড়ায় গতকাল জমি বিরোধের জের ধরে শাহাজাহান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। নাটোর : নিখোঁজের দুই দিন পর নাটোর সার্কিট হাউসের পুকুর থেকে আইনজীবীর সহকারী আমিনুল ইসলাম জুলহাসের লাশ উদ্ধার করেছে পুলিশ। নাটোর জজ কোর্ট এলাকা থেকে গত রবিবার নিখোঁজ হন তিনি। বরিশাল : গৌরনদীতে নিখোঁজের তিন দিন পর এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। পৌর শহরের উত্তর পালরদী মহল্লার ডোবা থেকে গতকাল কৃষক তোফাজ্জেল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।