আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগ বেসামাল হয়ে পড়েছে : ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেসামাল হয়ে পড়েছে আওয়ামী লীগ। গতকাল বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর জাতীয়তাবাদী রিকশা ও ভ্যানচালক শ্রমিক দলের প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি মাহবুব আলম বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক জাফরুল হাসান, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, লোকমান হোসেন প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আসলেই বেসামাল হয়ে পড়েছে। গত ৫টি সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়সহ ক্রমাগত জনরোষে পতিত হওয়ায় তাদের এ অবস্থা। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে, যে কারণে অন্যের অধীনে নির্বাচন দিতে চায় না। তত্ত্বাবধায়ক সরকারের গণদাবি মেনে নিচ্ছে না।

মির্জা ফখরুল বলেন, এই তো সেদিন নাসিম সাহেব সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বললেন, যা হুকুম করি মানতে হবে, না হয় বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কোনো গণতান্ত্রিক মানুষের মুখে এমন কথা শুনিনি। এ ধরনের কথাবার্তা শুধু আওয়ামী লীগ নেতারাই বলতে পারেন।

ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, দেশ-জাতি আজ গভীর সংকটে। এ সরকার ইচ্ছা করে নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য একটা রাজনৈতিক সংকট তৈরি করেছে। তারা সংবিধান পরিবর্তন করে নিজেদের অধীনে নির্বাচন করার জন্য সব আয়োজন সম্পন্ন করেছে। নিজেদের ডাকাতি ও দুর্নীতির কারণে জনগণ তাদের ভোট দেবে না বুঝতে পেরেই আগামী নির্বাচনে জয় নিশ্চিত করতে তাদের এই আয়োজন। মির্জা ফখরুল বলেন, সরকার জেনে বুঝে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে। সরকার ক্ষমতায় আসার পর এমন সব নীতি করেছে, যা পাট শিল্পকে ধ্বংস করছে প্রতিনিয়ত। অথচ এ সুযোগ নিয়ে পাশের দেশ ভারতে পাট শিল্প সমৃদ্ধ হয়েছে। কিন্তু আমাদের লড়াই মৌলিক অধিকার আদায়ের, আমরা কথা দিচ্ছি, ক্ষমতায় এলে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। তিনি বলেন, আমাদের রাষ্ট্র ধনীদের সাহায্য করে, ধনাঢ্যদের জন্য প্লট বা ফ্ল্যাট তৈরি করে দেয়। অথচ এই শ্রমিকদের জন্য কেউ কিছু করে না। শ্রমিকরা নিজেদের কোনোভাবেই ছোটো না ভেবে ঐক্য সমুন্নত করে দাবি আদায় করে নিতে হবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.