জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন........
এটা আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন: মাশরাফি
দুর্ভাগ্য যেন আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ারকে। বারবার ইনজুরির কবলে পড়ে স্বপ্নভঙ্গ হওয়া তাঁর কাছে নতুন কিছু নয়। তবে ইনজুরির কারণে দেশের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলতে না পারাটা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। এর পরও নির্বাচকদের ঘোষিত বিশ্বকাপ দলের সব খেলোয়াড়কে আন্তরিকভাবে শুভ কামনা জানিয়েছেন মাশরাফি।
‘আমি শতভাগ আত্মবিশ্বাসী ছিলাম যে আমি দলে ঢুকব।
আমি সব সময়ই আত্মবিশ্বাসী। কিন্তু এ ক্ষেত্রে আমার কিছু করার নেই। যারা খেলবে, তাদের জন্য আমি দোয়া করছি, তারা যেন ভালো খেলে। অবশ্যই এটা আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন’—ভগ্নহূদয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান মাশরাফি।
ঘরের মাঠে বিশ্বকাপ নিয়ে কত স্বপ্ন ছিল! কিন্তু সব শেষ।
স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে সাংবাদিকদের সামনে হাজির হয়েছিলেন তিনি। চোখে-মুখে বেদনার স্পষ্ট প্রতিচ্ছবি থাকলেও তা চেপে রাখার চেষ্টা করেছেন মাশরাফি। কিন্তু মনের কষ্ট কি আর এভাবে চেপে রাখা যায়! যায় না বলেই কথা বলা শেষে চোখের পানি ধরে রাখতে পারেননি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক!
মাত্র কয়েক দিন আগেই ইনজুরি কাটিয়ে জিম্বাবুয়েকে কাঁপিয়ে দিয়েছিলেন দেশসেরা পেসার মাশরাফি। বোলিংয়ের ছন্দে ফেরার পরপরই প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। ফিকে হয়ে যায় বিশ্বকাপের খেলার স্বপ্ন।
এর পরও আশায় বুক বেঁধেছিলেন তিনি। সময়ের সঙ্গে লড়ছিলেন। স্বপ্ন ছিল, বিশ্বকাপের আগেই আবার সুস্থ হয়ে ওঠার। তবে স্বপ্ন স্বপ্নই থেকে গেল মাশরাফির!
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।