আমাদের কথা খুঁজে নিন

   

শিগগির অবস্থান পরিষ্কার করবে ইসি- কাজী রকিবউদ্দিন আহমদ

গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১/ই ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন অধিকাংশ রাজনৈতিক দলের আস্থা হারানোর প্রেক্ষাপটে কমিশন শিগগিরই নিজেদের অবস্থান পরিষ্কার করবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।

আজ দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, ''আরপিওর ৯১/ই ধারা বাতিলের বিষয়ে আমরা আমাদের ব্যাখ্যা দিয়েছি। কিন্তু তারপরও যদি বিষয়টি পরিষ্কার না হয়, তাহলে আমরা প্রয়োজনে আবারো এর ব্যাখ্যা দেব।'' সম্প্রতি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থিতা বাতিল সম্পর্কিত বিধান ৯১/ই ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। সাবেক কমিশনাররাও এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, ''সীমানা নিয়ে জটিলতার অবসান না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে  না যে, ডিসিসি নির্বাচন কবে হবে।'' অপরদিকে হাইকোর্টের রায়ের পরে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে সিইসি বলেন, ''হাইকোর্টের রায়ের কপি এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। রায়ের কপি পাবার পরে সিদ্ধান্ত নেব।''

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.