আমাদের কথা খুঁজে নিন

   

উদাস হয়ে আছে মনটা

আমি মিস্টি একটা মেয়ে।

প্রকৃতির সাথে মনে হয় একটা গভীর সম্পর্ক আছে। আজ সকাল থেকেই আকাশটা গুমোট হয়ে আছে। তাই মনটা বড়ই বিষন্ন। আর মন বিষন্ন থাকলেই যাবতীয় খারাপ কিছু মনে আসে।

হঠাৎ করেই মায়ের কথা মনে পড়ছে। বড়ই ভালোবাসতাম মাকে। অথচ দশটি বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে তারার দেশে। সকল ভালোবাসা স্নেহ মমতার বাধঁণ ছিড়ে মা যখন চলে গেলেন তখন পুরো পৃথিবীটা ফাঁকা করে দিয়ে গেলেন। তাই মা নিয়ে কোনো গান শুনলেই আপনাতেই ভিজে উঠে।

সারাদিন কিভাবে যে পার করলাম জানিনা। কিছুক্ষণ আগে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসলাম। এখুনি ঘুমিয়ে পড়বে। ও আসবে আরো ৩/৪ ঘন্টা পর। এসেই মুখে কিছু গুঁজে দিয়ে ব্যস্ত হয়ে পড়বে বইখাতা আর ইন্টারনেট নিয়ে।

উনি যে আবার ডাক্তার। এপ্রিলে কি জানি একটা পাস দিচ্ছেন। বড় বড় ডিগ্রী না থাকলে নাকি ডাক্তারদের কেউ পুঁছেনা। আমি ওসবের কি বুঝবো। যদিও এম.কম পাস।

ও বলে এম.কম মানে নাকি মেরিট কম। তাই ওসব না বুঝতে চাওয়াই শ্রেয়। আমিও তাই বুঝার চেষ্টা করিনা। দেশে ফোন করেছিলাম একমাত্র বোনের সাথে কথা বলতে। সে নাকি দেবরের শালার বিয়েতে যাচ্ছে।

মহাব্যস্ত, একদম সময় নেই। সবাই ব্যস্ত, শুধু আমি ছাড়া। টি.ভি দেখতে দেখতে হাপিঁয়ে যাই তবুও সময় কাটানোর জন্য ওটা দেখতে হয়। কিছু তো একটা করতে হবে নাকি। তবুও যদি নিজের পছন্দমত দেখা যেতো।

বাচ্চা না ঘুমানো পর্যন্ত কার্টুন চলতে থাবে অনবরত। বেশ বুঝতে পারছি আমার আমি কিন্তু ধীরে ধীরে ক্লান্ত হয়ে শুকিয়ে যাচ্ছে। কোনদিন এক ফুঃৎকারে শুকনো পাতার মতো উড়ে যাবে। জানি না কিছুই.......................... বড়ই অজানা লাগছে সবকিছু। কি আর করা ও আসলে তো ল্যাপটপের মালিকানা আমার থাকবে না।

তাই নিজের অনুভূতিগুলো লিখে রাখছি। যদি এতে উদাসীনতা একটু কমে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।