আমাদের কথা খুঁজে নিন

   

উদাস ফাগুন

আজ এই ফাগুনের উদাস বেলায় হারিয়ে যায় মন কোন্ অজানায় , ঝিরিঝিরি মলয়েরও অলস ছোঁয়ায় কার কথা তারে বারে-বারে ভাবায় ! ঝরাঝরা পাতারা যেন গালিচায় কার লাগি এই পথটারে সাজায় ! তাই দেখে মন মোর শুধু ভেবে যায় আসবে কি আজ সে এই অবেলায় ? শুকনো পাতায় কে নুপুর বাজায় কান পেতে রয় মন অচেনা নেশায় । ঢলো ঢলো সোনা রোদ ক্রমশ হারায় , বেলা বয়ে যায়- হায় ! বেলা বয়ে যায় । ভালোবাসা দিবসের শুভেচ্ছা ^_^

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।