আমাদের কথা খুঁজে নিন

   

উদাস দুপুর

আমার 'কলম' আজো আছে আমার সাথে, আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে... চেনা কথায় আজ অচেনা সুর কি বা কাছে কি বা দূর খানিকটা পথ হেঁটেই মনে হয় এ পথ অনেক বন্ধুর! সুতোয় বাঁধা একটা ঘুড়ি উড়ছে আকাশ জুড়ে সুতো কাঁটা একটা ঘুড়ি আজো আমার হাতে! হাঁটছি পথে একলা ঘোরে কাটছে উদাস দুপুর খানিক হেঁটে থমকে দাঁড়াই যদি ভাঙ্গে তোমার ভুল!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।