আমাদের কথা খুঁজে নিন

   

সব উদাস বাউল

ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...

এখন কিছু ভাবনা নেই ৷ সব উদাস বাউল, ঐ ঝিরিঝিরি দোলে সবুজপাতা৷ উল্টে পড়া রং ঐ তারা নেমে নেমে এল আকাশ থেকে, এল ছুটির দিন, এল বসন্ত আর ঘরে ফেরার পালা ৷ এমনি করে ভাবি আজ ৷ ঐ কালো জিরে গন্ধে ভরে আছে ঘর, রোদে পুড়ে যাওয়া চারপাশ মাছের আঁশের মত পিছলে চলে যায় মাথার ভেতর৷ ঝিরিঝিরি বাঁকা নদী বইছে বারোমাস,দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার ৷ ঐ আমাদের ঘর থেকেও কিছু পাহাড় দেখা যায়, ঐ আমার আমবন ৷ সে এক বিগতজন্ম, সে এক কালবৈশাখীর কথা, মারব চাবুক ছুটবে ঘোড়া৷ সাদা বক আর রোদ্দুরে শামুকখোল, উড়ে যবে ধানক্ষেতে হিল্লোলে , সবুজ ঘেঁসে বেরিয়ে গেল সাদা৷ আর মাদলগুলিতে রোদ আর কান মাথা ঝাঁঝাঁ করে ওঠে মহুয়াগন্ধে ৷ পিচ গলে ভিজে যায় মনের মতন, ছায়া নাই, কোনা ছিঁড়ে যাওয়া ক্যালেন্ডারের মত একবগ্গা হয়ে দাঁড়িয়ে, যেন এঁকেবেঁকে উঠে গেছে অবহেলার খেঁজুরগাছটি, আর গাঁথে দিব বিনিসুতোর মালা , সাজানো কচুপাতার মত সে ফুল ফুটিয়া রইল অগম দরিয়ার মাঝারে৷ আমার এখন ছুটিতে যাওয়া দরকার৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।