আমাদের কথা খুঁজে নিন

   

উদাস উদাস মন



উদাস উদাস মন .................................. উদাস উদাস মন, সখা-সখী তোরা শোন, আরো বেশি জোশ কোন উপায়ে? যা কিছুতে নাচে মন, থাকি সদা উচাটন দেখিতেছে বাপ-মায়-ভায়ে।। আছে কত বাপ-মাও, তারাও ছাড়িয়া নাও আমোদে, আহলাদে চলে আহারে উদাস মন তুই কিবা অভাজন সবুরে যদিচ মেওয়া ফলে।। ও সখী, ও সখা , ওরে, আজি তুলে ধর মোরে পরান রিহ্যাব যথা চল হিজরতে যদি যাই, পরে ভালো ফল ভাই রাহী’র দোহাই দিছি বল।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।