পড়ন্ত বিকেল, ঝিলের মাঝে
জেগে থাকা চরে দু-চারটে গাছ;
যেন সু্র্য্যটাকে বিদায় দি্য়ে
মন উদাস করে আকাশ পানে
চেয়ে আছে।
জানে আবার উঠবে সূর্য্য-হবে ভোর;
তবু, থাকা-না থাকা, পাওয়া-না পাওয়ার
হিসেব-নিকেশের ভারে মন ভারাক্রান্ত।
একটু পরই নেমে এল আঁধার,
আকাশে উঠল চাঁদ।
চাঁদের আলো্য় মন ভোরে ওঠে..
তবু, কি যেন শূণ্যতায় মন বড় বাজে।
......কেন এতো দূরত্ব?
শুধুই কি দেখে যেতে হবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।