আমাদের কথা খুঁজে নিন

   

উদাস পথিক

যাও তবে অবশ্যই সন্মুখে। পিছিয়ে পড়োনা কারণ ব্যর্থতার কোন সিঁড়ি নেই।

কিছু বিষন্নতা, একাকিত্বের। কিছু ভয়, তোমাকে না পাবার। কিছু সুখের অনুভূতি, যদি তোমাকে পেয়ে যাই।

কিছু আত্মবিশ্বাস, তোমাকে পাবোই। এসব নিয়ে কত হেটেছি সেই পথে, যে পথে তুমি হাটতে। কিন্তু আমার যাবার পথে তোমার হাতের না না ইশারা বাঁধা হয়ে আটকে ধরলো আমার পথ। আমি আর হাটিনা সেই পথে যে পথে তুমি হাটো। হাটিনা অন্য কোন পথেও।

বসে আছি একা একা পথ হারা এক উদাস পথিক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।