আমাদের কথা খুঁজে নিন

   

পরাজিত কাউন্সিলর প্রার্থীর কাণ্ড : ফেরত নিলেন মসজিদে অনুদানের টাকা, চাইছেন টিউবওয়েল

বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেলিন......

পৌর নির্বাচনে হেরে মসজিদে দেওয়া অনুদানের টাকা ফেরত নিয়েছেন সাতক্ষীরার এক কাউন্সিলর প্রার্থী। এমনকি মসজিদে দেওয়া টিউবওয়েলও ফেরত চেয়েছেন তিনি। বিষয়টি এখন সাতক্ষীরার টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। মসজিদ কর্তৃপ অনুদানের ২৫ হাজার টাকা প্রার্থীকে ফেরত দিলেও ওজুর জন্য মাত্র ক’দিন আগে বসানো টিউবওয়েলটি এখনও ফেরত দিতে পারেনি। এলাকাবাসী জানায়, সাতক্ষীরা পৌরসভার কুখরালী গ্রামের মৃত রহমতুল্লার ছেলে মো. আবু আব্দুল্লাহ পৌর নির্বাচনে (হরিণ) ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনের আগে তিনি বাঁকাল সরদার পাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নয়নের জন্য নগদ ২৫ হাজার টাকা অনুদান দেন। মুসল্লিদের ওজু করার সুবিধার জন্য মসজিদ প্রাঙ্গণে একটি টিউবওয়েলও বসিয়ে দেন তিনি। কিন্তু বিধিবাম! গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে ১ হাজার ৬৯৭ ভোট পেয়ে তৃতীয় হন তিনি। নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি বাঁকাল সরদার পাড়া আহলে হাদিস জামে মসজিদের সভাপতির কাছে তার দেওয়া অনুদানের ২৫ হাজার টাকাসহ টিউবওয়েলের ৭৫০ ফুট পাইপসহ অন্যান্য জিনিসপত্র ফেরত চান। মসজিদ কমিটির সভাপতি আব্দুল জলিল শুক্রবার কাউন্সিলর প্রার্থী আবু আব্দুল্লাহকে ২৫ হাজার টাকা ফেরত দেন।

তবে মসজিদ কমিটি বিপাকে পড়েছেন টিউবওয়েলটি নিয়ে। এদিকে কাউন্সিলর প্রার্থী আবু আব্দুল্লাহ টাকা ফেরত নেওয়ার কথা অস্বীকার করেন। তবে মসজিদ কমিটির সভাপতি আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নির্বাচনে হেরে গিয়ে আবু আব্দুল্লাহ রাতেই তার কাছে টাকা ও টিউবওয়েল ফেরত চাইলে শুক্রবার ২৫ হাজার টাকা তাকে ফেরত দেওয়া হয়েছে। টিউবওয়েলটিও ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সুত্র ঃ বাংলানিউজ২৪ডটকম


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।